বিগ হিরো সিক্স এর কাহিনী আবর্তিত হয় “হিরো হামাডা” নামের এক প্রডিজিকে ঘিরে | চরম ব্রিলিয়ান্ট হিরো ১৩-১৪ বছর বয়সেই গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলার পর আর স্টাডি করতে চায় না, তার কথা হচ্ছে যেটা আমি অলরেডি জানি ঐটা শিখার জন্য স্টাডি করতে যেতে হবে কেন ??
আর সব টিনএজার এর মত হিরো নিজেকে রোবট ফাইটার হিসেব দেখে | রোবট ফাইটিং ইলিগাল হলেও হিরো একটা ছোট রোবট বানিয়ে ফেলে রোবট ফাইট করার জন্য এবং ফাইট এ অংশগ্রহন ও করে কিন্তু পুলিশ ওখানে হানা দিলে হিরোর বড় ভাই তাদাসী এসে হিরোকে উদ্ধার করে নিয়ে যায় |
পরে তাদাসী হিরোকে তার বানানো হেলথ কেয়ার রোবট ”বেইম্যাক্স” দেখিয়ে তাক লাগিয়ে দেয় | হিরো আবারও রোবট ফাইট এ যেতে ইচ্ছুক হলে তাদাসী হিরোকে সেখানে নিয়ে যেতে রাজি হয় তবে যাওয়ার আগে তাদাসী হিরোকে নিজের কর্মস্থলএ নিয়ে যায় হিরো যেটাকে নার্ডস্কুল বলে, মূলত সেটা একটা বৈজ্ঞানিক গবেষনাগার |
হিরো সেখানে গিয়ে আশ্চর্য হয়ে যায় গবেষণা গুলো দেখে, আরো আশ্চর্য হয় যখন বিখ্যাত বিজ্ঞানী ”রবার্ট কালাহান” এর সাথে দেখা হয় | এর পর রোবট ফাইট এর ভুত মাঠ থেকে সরে যায় এবং হিরো নার্ড স্কুল এ জয়েন করতে চায় তবে এখানে জয়েন করা অতটা সহজ নয় | তাদাসী হিরোকে বুদ্ধিদেয় সামনে একটা রোবট একজিবিশন আছে ওখানে যদি বিজ্ঞানী কালাহানকে তাক লাগিয়ে দিতে পারে তাহলে নার্ড স্কুল এ জয়েন করতে পারবে | এর পর হিরো ওই একজিবিশনে বিজ্ঞানী কালাহানকে মুগ্ধ করে দেয় তার আবিষ্কার দিয়ে এবং নার্ডস্কুল এ এন্ট্রি পেয়ে যায়, কিন্তু একজিবিশন থেকে ব্যাক করার সময় একটা দুর্ঘটনা ঘটে যায় এবং হিরোর আবিষ্কার নষ্ট হয়ে যায় কিন্তু পরবর্তিতে হিরো দেখে তার আবিষ্কার নষ্ট হয়নি, কিন্তু কিভাবে তার আবিষ্কার বেঁচে গেল ? মুখোস পরা ওই রহস্যময় মানুষটি কে ? কি করতে চায় তার আবিষ্কার দিয়ে ?
হিরোকে সাহায্য করতে এগিয়ে আসে নার্ডস্কুল এর নার্ডরা এবং এর সাথে যুক্ত হয় বেইম্যাক্স |
২০১৪তে অনেক এনিমেশন মুভি রিলিজ পেলেও খুব কম মুভি মুগ্ধ করতে পেরেছে | ”হাউ টু ট্রেইন ইউর ড্রাগন ২” এর পর ”বিগ হিরো সিক্স ” দেখে ভালো লেগেছে |
Leave your comment
Post a Comment
Please leave a comment