Skrill

Predestination: Plot Explained

2014 সালের মাথা নষ্ট করা একটি মুভি । ৩/৪ বার দেখার পরও মাথায় ধরেনা ।
আমি নিজেও তিনবার দেখেছি, তবুও অনেক প্রশ্নের উত্তর পাইনি । অবশেষে গুগল মামার
সাহায্য নিয়ে বেশকিছু লিঙ্ক খুঁজে পাই । যেগুলো পড়ে অনেক প্রশ্নেরই উত্তর মিলেছে ।
আমার মত আরো অনেকেই আছেন যাদের মাথা জট পাকিয়ে গেছে মুভিটি দেখে। এই লেখাটা
পরে সামান্য হলেও সেই জট খুলবে আশা করি।

আমরা মুভিটিতে ৪ জন মূল চরিত্র দেখতে পাই - Jane, John, Barkeep এবং
Fizzle Bomber। এই চার চরিত্রের মূল কিন্তু একজনই । হ্যাঁ, ঠিকই শুনেছেন; এরা
চারজনই এক চরিত্র ।

মুভির শুরুতেই আমরা যে দৃশটি দেখতে পাই, New York এর একটি ভবনে কোট ও হ্যাট
পরিহিত একজন লোক একটা বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করছে । হটাৎ তাকে লক্ষ্য করে ছোড়া একটা
গুলির শব্দে সে বিক্ষিপ্ত হয়ে পরে এবং তার কাজে ব্যাঘাত ঘটে । সেও পাল্টা গুলি চালায় আততায়ীকে
লক্ষ্য করে । এদিকে বোমার  টাইমারে আর মাত্র কয়েক সেকেন্ড, তারপরই "BoOomm"!
হ্যাটধারী দ্রুত হাতে বোমাটি নিষ্ক্রিয়  করে এবং তার বিশেষ সুটকেসে ভরে । কিন্তু, নিষ্ক্রিয়-প্রক্রিয়া
সম্পূর্ণ হওয়ার আগেই সেটা জ্বলে উঠে এবং  বিশ্রীভাবে তার চেহারা পুড়ে যায় । তার হাতে থাকা
Violin Case টি ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ে । সে তার Violin Case এর দিকে
মরিয়া হয়ে হাত চালায় কিন্তু সেটা তার নাগালের বাইরে ।  এমন সময় আরেকজন লোক Violin Case
টি তার দিকে এগিয়ে দেয় । পোড়া চেহারার লোকটা Case টা ব্যাবহার করে অদৃশ্য হয়ে যায় ।

এই দৃশ্যে আমরা তিনজন ব্যক্তিকে দেখতে পাই ।
1. যে বোমা নিষ্ক্রিয় করছিলো, সে হল - John ।
2. যে John এর উপর গুলি চালায়-Fizzle Bomber ।
3. যে  John কে Violin Case দিয়ে সাহায্য করছিলো-Barkeep ।     

Jane-ই হল  John, John-ই হল  Barkeep, Barkeep-ই হল  Fizzle Bomber ।


Here is a timeline diagram describing the life of
Jane -> John -> Barkeep:

  • 2 Blogger Comment
  • Facebook Comment

2 Comments

Please leave a comment